দীর্ঘ ১৩ বছর পর আজ টাঙ্গাইল জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হবে। এরআগে সর্বশেষ ২০০৯ সালে টাঙ্গাইল জেলা বিএনপির সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। সেই সম্মেলনে সভাপতি হয়েছিলেন আহমেদ আযম খান এবং সাধারণ সম্পাদক হয়েছিলেন শামছুল আলম তোফা।
এরপর কয়েক দফায় কেন্দ্র থেকে আহ্বায়ক কমিটি করে দেওয়া হয়। গত বছরের (৪ নভেম্বর) আহমেদ আযম খানকে আহ্বায়ক এবং মাহমুদুল হক সানুকে সদস্য সচিব করে জেলা বিএনপির ৪৬ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচনের জন্য তিন সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন গঠিত হয়েছে। নির্বাচন বাস্তবায়নে জেলা অ্যাডভোকেট বার সমিতির সাবেক সভাপতি শফিকুল ইসলাম রিপনকে প্রধান নির্বাচন কমিশনার করা হয়েছে। এছাড়া কমিশনের অপর দুই সদস্য হলেন- আইনজীবী মোয়াজ্জেম হোসেন ও জহিরুল ইসলাম।
এ বিষয়ে সম্মেলনের প্রধান নির্বাচন কমিশনার শফিকুল ইসলাম রিপন জানান, সভাপতি পদে জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ছাইদুল হক ছাদু, আহ্বায়ক কমিটির সদস্য আলী ইমাম তপন ও যুগ্ম আহ্বায়ক হাসানুজ্জামিল শাহীন এবং সাধারণ সম্পাদক পদে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরহাদ ইকবাল ও সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু মনোনয়নপত্র জমা দিয়েছেন। জেলার প্রত্যেকটি উপজেলা, ইউনিয়ন ও পৌর বিএনপির কমিটির নেতারা ভোটাধিকার প্রয়োগ করবেন। মোট ভোটার রয়েছেন ২ হাজার ৩২৩ জন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন