কক্সবাজারের টেকনাফ থানাধীন হোয়াইক্যং ইউপিস্থ উনচিপ্রাং এলাকায় অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ আবদু জব্বার (৪২) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১৫।
কক্সবাজার র্যাব-১৫'র অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সোমবার (৩১ অক্টোবর) দিবাগত রাত ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানাধীন হোয়াইক্যং ইউপিস্থ উনচিপ্রাং শিয়াইল্লা পাড়া ব্রীজ এলাকায় অভিযান পরিচালনা করে র্যাবের সদস্যরা। অভিযানে একজন মাদক কারবারিকে আটক করা হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির নিকট থেকে সর্বমোট ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ