নিষেধাজ্ঞা শেষে ২৮ অক্টোবর রাতে বঙ্গোপসাগরে ইলিশ শিকারে গিয়ে গভীর রাতে ট্রলার থেকে পড়ে নিখোঁজ হওয়া জেলে সুজন মল্লিকের (২৪) লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের ৩ দিন পরে বিষখালী নদী থেকে সোমবার রাতে তার মরদেহ উদ্বার করে স্থানীয়রা। পরে মৃতদেহটি পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
সোমবার রাতে বরগুনা সদর উপজেলার নলটোনা ইউনিয়নের গোড়াপদ্মা এলাকায় বিষখালী নদীতে মৃতদেহটি ভাসতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ গিয়ে স্থানীয়দের সহযোগিতায় ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে।
নিহত সুজন বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের ছোটপোটকাখালী গ্রামের আক্কাস মিয়ার ছেলে।
বরগুনার বাবুগঞ্জ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মোয়াজ্জেম জানান, মাছ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে শনিবার রাতে এমভি মা নামের ট্রলারে ১৫ জন জেলে বঙ্গোপসাগরে ইলিশ শিকারে রওনা দেন। কিন্তু পথে ওই ট্রলার থেকে পড়ে সুজন নামের এক জেলে ওই রাত থেকে নিখোঁজ হয়। এ ঘটনার তিন দিন পর সোমবার রাতে নলটোনা ইউনিয়নের গোড়া পদ্মা এলাকায় তার মৃতদেহ ভাসতে দেখা যায়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ বলেন, স্থানীয়রা মরদেহ ভাসতে দেখে ৯৯৯-এ ফোন করে দিয়ে জানালে পুলিশ গিয়ে ওই জেলের মরদেহ উদ্ধার করে।
বিডি প্রতিদিন/আরাফাত