চাঁদপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে যুব দিবস-২২ পালিত হয়েছে। এই উপলক্ষে মঙ্গলবার সকালে যুব উন্নয়ন অধিদপ্তর চাঁদপুরের উপ-পরিচালকের কার্যালয় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। পরে যুব প্রশিক্ষণ কেন্দ্রের কার্যালয়ে আলোচনা সভা, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ করা হয়।
আলোচনা সভায় যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক নুর মোহাম্মদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক কামরুল হাসান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুরের পুলিশ সুপার মিলন মাহমুদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নাঈম পাটোয়ারী দুলাল প্রমুখ। এসময় বক্তারা বলেন, সরকারিভাবে যুব উন্নয়নের প্রশিক্ষণ নিয়ে অনেকেই স্বাবলম্বী হয়েছে। দেশ ও জাতির উন্নত সমৃদ্ধ হতে হলে প্রশিক্ষণের কোন বিকল্প নাই।
আয়োজিত অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ প্রশিক্ষিত যুবক-যুবতীসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ