ময়মনসিংহের ফুলপুরে জাতীয় যুব দিবস-২০২২ পালিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে র্যালিটি শুরু হয়ে ভাষা সৈনিক এম শামসুল হক চত্বর প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
এরপর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ‘প্রশিক্ষিত যুব উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ প্রতিপাদ্য বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকারের সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন অফিসার আবুল বশার ভূঁঞার সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ফুলপুর পৌরসভার মেয়র মি. শশধর সেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান, ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন সরকার ও সিনিয়র সাংবাদিক এটিএম রবিউল করিম প্রমুখ।
এসময় সিনিয়র সাংবাদিক হুমায়ুন কবীর মুকুল ও এম এ মান্নানসহ উপজেলার বিভিন্ন যুব সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। সবশেষে প্রশিক্ষণপ্রাপ্ত যুব ও যুব মহিলাদের মাঝে ৩৬ হাজার টাকা ভাতা, ৪ লাখ ৮০ হাজার টাকা ঋণ ও সাড়ে ৩ লাখ টাকা একক ঋণের চেক বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/এমআই