‘প্রশিক্ষিত যুব, উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে হবিগঞ্জে জাতীয় যুব দিবস-২০২২ পালন করা হয়েছে। মঙ্গলবার বেলা ১২টার দিকে দিবসটি উপলক্ষে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের হল রুমে আলোচনা সভা, যুবঋণ বিতরণসহ বিভিন্ন কর্মসুচির আয়োজন করে জেলা যুব উন্নয়ন অধিদপ্তর।
এর পুর্বে যুব কমপ্লেক্সে বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান। এতে অন্যান্যের মাঝে বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক মিন্টু চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, পৌর মেয়র আতাউর রহমান সেলিম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরী, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক এ কে এম আব্দুল্লাহ ভূইয়া প্রমুখ।
আলোচনা সভা শেষে প্রশিক্ষিত ৫ জন যুবকদের মাঝে মোট ৩ লক্ষ ৪০ হাজার টাকার ঋণের চেক তুলে দেওয়া হয়। পরে জেলা প্রশাসক একটি গাছের চারা রোপন করেন।
বিডি প্রতিদিন/এএ