টাঙ্গাইলের সখীপুরে প্রতিপক্ষের হামলায় আহত যুব আন্দোলনের নেতা দিদারুল ইসলামকে (৩৭) দেখতে হাসপাতালে যান কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম। আজ মঙ্গলবার সকালে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার চিকিৎসার খোঁজ নেন তিনি। আহত দিদারুল ইসলাম উপজেলার বহেড়াতৈল ইউনিয়ন যুব আন্দোলনের সভাপতি ও কালিয়ান গ্রামের দবিরুল ইসলামের ছেলে। এ ঘটনায় সখীপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন দিদারুলের ভাই আব্দুর রহমান।
পারিবারিক সূত্রে জানা যায়, দিদারুল সোমবার সকালে মোটরসাইকেল ক্রয়ের বকেয়া টাকা পরিশোধ করার জন্য বাড়ি থেকে বের হয়। কালিয়ান দাখিল মাদ্রাসার দক্ষিণে পুকুরের কাছে পৌঁছালে প্রতিবেশী বাবুল মিয়া ও তার ছেলে হোসেন আলী অতর্কিত তার উপর হামলা চালায়। এ সময় দিদারুলের চিৎকার শুনে আশেপাশের লোক এসে তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। দিদারুলের চোখ এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
এ সংবাদ পেয়ে হাসপাতালে ছুটে আসেন বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুহুল আমিন মুকুল, কৃষক শ্রমিক জনতা লীগ নেতা দুলাল হোসেন, আশিক জাহাঙ্গীর, আবু জাহিদ রিপন, আসলাম সিকদার নোবেল প্রমুখ উপস্থিত ছিলেন।
এ ঘটনায় দিদারুলের ভাই আবদুর রহমান বাদী হয়ে হামলাকারী বাবলু ও তার ছেলে হোসেন আলীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
সখীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন, তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিডি প্রতিদিন/হিমেল