"প্রশিক্ষিত যুব, উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর রায়পুরায় জাতীয় যুব দিবস পালিত হয়েছে। দিনটি উপলক্ষে মঙ্গলবার সকালে শোভাযাত্রা আলোচনা সভার আয়োজন করেছে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর। শোভাযাত্রা শেষে যুবক-যুবতীদের মাঝে গাছের চারা বিতরন, সনদপত্র ও যুব ঋন বিতরন করা হয়।
উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত সভায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগর হোসেনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জাকির হোসেন মোল্লা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মুহাম্মদ রেজাউন উল্লাহ, মোঃ মোশাররফ হোসেন, মোঃ সিরাজুল ইসলাম ভূইয়া, নরসিংদী সরকারি কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মো মিরাজ ভূইয়াসহ আরো অনেকে।
বিডি প্রতিদিন/এএ