বাগেরহাটে মঙ্গলবার সকালে প্রশিক্ষণার্থীদের সনদসহ ঋণের চেক বিতরণ, বৃক্ষ রোপণ ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান।
জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. মাসুদুল হাসান মালিকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম ও অতিরিক্ত পুলিশ সুপার মাহামুদ হাসান প্রমুখ।
সভা শেষে বিভিন্ন ট্রেডে ৭০ প্রশিক্ষণার্থীদের মধ্যে সার্টিফিকেটসহ যুব ঋণ বিতরণ, দুজন অসহায় নারীর মাঝে সেলাই মেশিন প্রদান, বৃক্ষ রোপণ ও পুরস্কার বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/এমআই