ঢাকার ধামরাইয়ে বাড়ির সীমানাকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে উপজেলার বালিয়া ইউনিয়নের ভাবনহাটি গ্রামে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছেন। এদিকে অভিযুক্ত ভাই পরিবারসহ বাড়ি ছেড়ে পালিয়েছে বলে জানা গেছে।
জানা গেছে, ধামরাইয়ের ভাবনহাটি গ্রামের মৃত শুকুর আলীর ছেলে ইউনুছ আলীর (৪২) সাথে তার বড় ভাই হাজী কুসুম আলীর (৪৭) বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে মঙ্গলবার দুপুরে কুসুম আলী তার লোকজন নিয়ে ছোট ভাই ইউনুছ আলীর ওপর হামলা করে করে। এসময় তার স্ত্রী সাফিয়া বেগম এগিয়ে এলে তাকে মারধর করে কুসুম আলী। এতে তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক ইউনুছকে মৃত ঘোষণা করে। খবর পেয়ে ধামরাই থানা পুলিশ লাশ উদ্ধার করে।
ধামরাই থানার ওসি অপারেশন নির্মল কুমার জানান, হত্যার ঘটনায় ধামরাই থানায় হত্যা মামলার প্রক্রিয়া চলছে। আর হত্যাকারীদের গ্রেপ্তারে পুলিশ মাঠে রয়েছে বলে জানা তিনি।
বিডি প্রতিদিন/ফারজানা