ময়মনসিংহের ফুলপুরে বিট পুলিশিং কমিটির উদ্যোগে সম্ভাব্য রক্তক্ষয়ী সংঘর্ষ থেকে রক্ষা পেল দুই পাড়ার ২-৩ হাজার লোক। এর ফলে ফুলপুর থানা এলাকার মানুষ বিট পুলিশিং কার্যক্রমের সুফল পেতে শুরু করেছে। জানা যায়, উপজেলার রামভদ্রপুর ইউনিয়নে প্রায় ২৫-৩০ বছর ধরে চলমান একটি বিরোধ বিট পুলিশিংয়ের মাধ্যমে ৩০ অক্টোবর সমাধান করা হয়েছে। রামভদ্রপুর ইউনিয়নের খড়িয়াপাড়া এলাকায় দুইটি পরিবারের মধ্যে দ্বন্দ্বের কারণে খড়িয়াপাড়া বালিকা মাদ্রাসা কমিটি ও ঈদগাহ মাঠ কমিটির মধ্যে সীমানা সংক্রান্ত বিরোধ শুরু হয়েছিল প্রায় ২৫-৩০ বছর পূর্বে। ওই বিরোধকে কেন্দ্র করে বেশ কয়েকটি মামলাও হয়। এতে বিরোধ আরো বাড়তে থাকে। সম্প্রতি রামভদ্রপুর ইউনিয়নের বিট অফিসার এসআই জহিরুল ইসলাম বিট পরিদর্শনে গেলে বিষয়টি তিনি জানতে পারেন।
এরপর তিনি ওসি আব্দুল্লাহ আল মামুনকে জানান। ওসি বিষয়টি নিয়ে উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমানের সাথে পরামর্শ করেন। এরপর ফুলপুর থানার ২ নং বিট অফিসার এসআই জহিরুল ইসলাম, কমিউনিটি পুলিশিং সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, ওসি আব্দুল্লাহ আল মামুন ও স্থানীয় কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দসহ এলাকার প্রায় দুই শতাধিক লোক দীর্ঘ ৪ ঘন্টা আলাপ আলোচনা করে দীর্ঘদিনের ওই বিরোধটি মীমাংসা করা হয়। এতে দুই পাড়ার ২-৩ হাজার লোক একটি সম্ভাব্য রক্তক্ষয়ী সংঘর্ষের হাত থেকে রেহাই পেল।
বিষয়টি এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। বিট পুলিশিংয়ের এই কার্যক্রমে এলাকায় স্বস্তি ও শান্তি বিরাজ করছে। স্থানীয় লোকজন এতে বেজায় খুশি। ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, যে কোন জরুরি প্রয়োজনে আপনারা থানা পুলিশের সহায়তা নিন।
বিডি প্রতিদিন/এএ