চাকরির বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১১টায় কুষ্টিয়া প্রেসক্লাবের সামনে দাবি বাস্তবায়ন কমিটি কুষ্টিয়া জেলা টিমের উদ্যোগে প্রায় ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এ মানববন্ধন কর্মসূচিতে চাকরি প্রত্যাশী কয়েকশ’ নারী-পুরুষ অংশ নেন। পরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
দাবি আদায় বাস্তবায়ন কমিটির সভাপতি রফিকুজ্জামান রাজনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে একে আজাদ পাপুল, নাজমুল হোসাইন, শহিদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
সমাবেশে চাকরি প্রত্যাশী যুবকরা বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের ২০১৮ সালের নির্বাচনী ইশতেহারে চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধির অঙ্গীকার করা হয়। কিন্তু বর্তমান সরকারের প্রায় চার বছর পেরিয়ে আরও একটি নির্বাচন আসন্ন হলেও আজও অঙ্গীকার বাস্তবায়ন করা হয়নি। গত ২২ সেপ্টেম্বর তড়িঘড়ি করে জনপ্রশাসন মন্ত্রণালয় ২০২১ সালের ন্যায় একটি বিজ্ঞপ্তি জারি করে ঘোষণা দেয় ২৫ মার্চ ২০২০ তারিখের মধ্যে যাদের বয়স ৩০ পার হয়নি এমন বয়সীদের ৩০ জুন ২০২৩ সাল পর্যন্ত সুযোগ দেওয়া হবে। এই প্রক্রিয়ায় কেউ কেউ সুযোগ পাবে ৩৩ বছর ৩ মাস আবার অনেকে পাবে ৩০ বছর, যা সুযোগের সমতাকে লংঘন করে। ফলে এই প্রক্রিয়ায় বর্তমানে যে সকল চাকরি প্রত্যাশীর বয়স ২৭, ২৮ ও ২৯ বছর তারা চরম বৈষম্যের শিকার হবেন। এ অবস্থায় চাকরির বয়সসীমা ৩৫ বছরে উন্নীত করলেই সামগ্রিকভাবে সবাই উপকৃত হবেন।
বক্তারা উদাহরণ টেনে বলেন, সমগ্র বিশ্বে বাংলাদেশের চেয়ে ১৬২টি দেশে সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা যেখানে ৩৫ বছর সেখানে বাংলাদেশে ১৯৯১ সাল থেকে দীর্ঘ ৩১ বছর ধরে এক অচলায়তনের মধ্যেই রয়েছে। মানববন্ধন কর্মসূচি ও সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে চাকরির বয়সসীমা ন্যূনতম ৩৫ করার দাবি জানান।
বিডি প্রতিদিন/কালাম