কিশোরগঞ্জের কটিয়াদীতে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের রাতে ডাকাতির ঘটনায় পুলিশ সাত জনকে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে নগদ টাকা ও স্বর্ণালংকার।
কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে তার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
গ্রেফতার সাতজন হলেন- কটিয়াদী উপজেলার পাইকসা গ্রামের মো. আলী (৩৫), রিয়াজ উদ্দিন (৫০), সাদ্দাম (২২) ও মো. মাহফুজ (২০) এবং পার্শ্ববর্তী পাকুন্দিয়া উপজেলার সাটিয়াদী গ্রামের বাচ্চু (৪০), সুলতান (২৮) ও একই উপজেলার তালদশি গ্রামের স্বর্ণকার হরিপদ সাহা (৩৫)।
জানা গেছে, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের সময় গত ২৫ অক্টোবর রাত আনুমানিক দেড়টার দিকে কটিয়াদী উপজেলার উত্তর ঘিলাকান্দি গ্রামের মাসুদ আকন্দের বাড়িতে ডাকাতির ঘটনাটি ঘটে। ডাকাতরা বসতঘরের জানালার গ্রিল কেটে অস্ত্রের ভয় দেখিয়ে ১০ ভরি স্বর্ণালংকার (বাজারমূল্য প্রায় সাত লাখ টাকা) ও নগদ ১৮ লাখ টাকা নিয়ে যায়। পরদিন মাসুদ আকন্দ বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে কটিয়াদী থানায় একটি মামলা দায়ের করেন।
এর পরিপ্রেক্ষিতে ২৬ অক্টোবর দুইজন ও ২ নভেম্বর পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ। এরমধ্যে তিনজনকে কটিয়াদী, তিনজনকে গাজীপুর চৌরাস্তা ও একজনকে পাকুন্দিয়া থেকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে নগদ ৪৮ হাজার টাকা, স্বর্ণালংকার বিক্রির ১ লাখ ৬৫ হাজার টাকা এবং স্বর্ণের দোকান থেকে বিক্রিত ১ ভরি ১১ আনা স্বর্ণ উদ্ধার করা হয়।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ বলেন, ডাকাতির মামলা হওয়ার পর থেকে পুলিশ এ ঘটনায় কাজ শুরু করে। ঘটনার পরদিন দুইজন ও গত মঙ্গলবার পাঁচজনসহ মোট সাতজনকে গ্রেফতার করা হয়। এছাড়াও স্বর্ণালংকার বিক্রির টাকাসহ ২ লাখ ১৩ হাজার টাকা উদ্ধার করা হয়। গ্রেফতার সাতজনকে আদালতে পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িত আরও দুইজনকে গ্রেফতারে পুলিশ চেষ্টা করছে বলে পুলিশ সুপার জানান।
বিডি প্রতিদিন/এএম