টাঙ্গাইলের গোপালপুর উপজেলার নগদা শিমলা ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আসাদুজ্জামান বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। ভোট গণনা শেষে বুধবার সন্ধ্যায় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী আসাদুজ্জামান ভোট পেয়েছেন ৫ হাজার ৬৩৭টি। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী গোলাম মোস্তফা (আনারস) পান ৪ হাজার ১৮৬টি ভোট।
তবে আনারস প্রতীকের প্রার্থী গোলাম মোস্তফা অভিযোগ করে বলেন, ভোটারদের রাস্তায় আটকিয়ে দেওয়া হয়েছে। কেন্দ্রে আসতে দেওয়া হয়নি। তাদের ভয় দেখানো হয়েছে।
অপরদিকে ঘাটাইল উপজেলার দেউলাবাড়ি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের উপনির্বাচনে নাজমুল হাসান নাহিদ (ফুটবল) বিজয়ী হয়েছেন। তিনি পান ১ হাজার ৫৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আফাজ উদ্দিন ভূইয়া (মোরগ) ৭০৭টি ভোট পেয়েছেন।
বিডি প্রতিদিন/এমআই