বিয়াম ল্যাবরেটরী স্কুল অ্যান্ড কলেজ বগুড়ার আয়োজনে চিত্রাঙ্কান ও পুরস্কার বিতরণ করা হয়েছে। বুধবার সকাল ১০টায় প্রতিষ্ঠানের অডিটোরিয়ামে বিয়াম ফাউন্ডেশন বগুড়ার পরিচালক আব্দুর রফিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা প্রশাসক জিয়াউল হক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নিলুফা ইয়াছমিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সমর কুমার পাল, জেলা শিক্ষা অফিসার হযরত আলী, বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মুহাম্মদ মোস্তাফিজার রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রাঙ্কান ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
জেলা প্রশাসক জিয়াউল হক বলেন, বর্তমান সরকার শিক্ষার উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন। শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার মান উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আজকের শিক্ষার্থীরাই আগামীতে দেশ ও জাতির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে। তাদের আগামীর নেতৃত্ব দেয়ার জন্য সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার কারিগর হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলার আহ্বান জানান তিনি।
বিডি প্রতিদিন/আরাফাত