নেত্রকোনার কলমাকান্দায় সড়ক দুর্ঘটনায় জসিম উদ্দিন (৬৫) নামের এক সিএনজি চালকের মৃত্যু হয়েছে। বুধবার উপজেলার নাজিরপুর ইউনিয়নের কুনিয়ার সেতু সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত জসিম উদ্দিন উপজেলার লেংগুরা বাজারের মৃত-মোহাম্মদ আলীর ছেলে ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, জসিম উদ্দিন বুধবার সকালে বাড়ি থেকে সিএনজি নিয়ে নেত্রকোনার উদ্দ্যেশে রওয়ানা হন। পথে কুনিয়ার সেতু সংলগ্ন এলাকায় সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান জানান, এ ব্যাপারে নিহতের পরিবারের লোকজনের কোন অভিযোগ না থাকায় পরিবারের সদস্যদের নিটক লাশ হস্তান্তরের প্রস্তুতি চলছে।
বিডি প্রতিদিন/এএম