জয়পুরহাটে গরু বোঝায় ট্রাক থেকে চাঁদাবাজির সময় দুইজনকে আটক করেছে পুলিশ। বুধবার (২ নভেম্বর) রাতে জয়পুরহাট-হিলি সড়কের পুরানাপৈল এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- জয়পুরহাট সদর উপজেলার দস্তপুর গ্রামের আব্দুর রশীদে ছেলে আবু হাসনাত (৩০), বিশ্বাস পাড়া গ্রামের এনামুল হকের ছেলে নাজমুল হক (৩৮)। জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি সিরাজুল ইসলাম জানান, হিলি স্থলবন্দর থেকে শত শত ট্রাক এই সড়কে যাতায়াত করে। আটককৃতরা দীর্ঘদিন ধরে ওই ট্রাকগুলোসহ পরিবহনে চাঁদাবাজি করে আসছিলেন। বুধবার রাতে আমাদের কাছে খবর আসে। পরে পুরানাপৈল এলাকায় অভিযান চালিয়ে চাঁদাবাজির করার সময় তাদের আটক করা হয়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ