মেহেরপুরে জেলা আওয়ামী লীগের আয়োজনে জেল হত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে মেহেরপুর জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয় মেহেরপুর-১ আসনের এমপি জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এর বাড়ির সামনে স্থাপিত জাতীয় চার নেতার অস্থায়ী ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ খালেকের নেতৃত্বে দলের নেতাকর্মীরা এই দিবসটি পালন করে।
এসময় সেখানে দিনটির গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন- জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুস সালাম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বোরহান উদ্দিন চুন্নু, সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম, বুড়িপোতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহ জামাল, জেলা যুবলীগের সাবেক সভাপতি সাজ্জাদুল আনাম। অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন