মানিকগঞ্জে জেল হত্যা দিবস পালিত হয়েছে। ৩ রা নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষে মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ দুপুরে দলীয় কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দীন।
অনষ্ঠান সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল মজিদ ফটো, যুগ্ম সাধারণ সম্পাদক এড্ বাদরুল ইসলাম খান বাবলু, সুলতানুল আজম খান আপেল, কাজী এনায়েত হোসেন টিপু, সাংগঠনিক সম্পাদক সুদেব সাহা, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মৃদুলা রহমান, জেলা যুব মহিলা আওয়ামী লীগের আহবায়ক রোমেজা আক্তার খান মাহিন, যুগ্ম আহবায়ক সালেহা জাহান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিদুল ইসলাম প্রমুখ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন