বাগেরহাটে যথাযোগ্য মর্যাদায় জেল হত্যা দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় জেলা আওয়ামী লীগের আয়োজনে রেল রোডে দলীয় কার্যালয়ে জাতীয়, দলীয় অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির কার্যক্রম শুরু হয়। পরে দলীয় কার্যালয়ের সামনে স্থাপিত বঙ্গবন্ধু ও জেল হত্যায় শহীদ চার জাতীয় নেতার প্রতিকৃতিতে নেতৃবৃন্দ মাল্যদান করেন।
বাগেরহাট জেলা আওয়ামী লীগের আয়োজনে জেল হত্যা দিবসের আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভূঁইয়া হেমায়েত উদ্দিনে সভাপতিত্বে জাতীয় চার নেতার রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন দলীয় নেতৃবৃন্দ। আলোচনা সভায় জেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএম