পূর্ব পরিকল্পিতভাবে চালককে হত্যা করে দামি প্রাইভেট কার ছিনতাই মামলায় দুইজনকে গ্রেফতার করেছে র্যাব-৬।
গ্রেফতারকৃতরা হচ্ছে- খুলনার তেরখাদা থানার হুসাইন ইমাম (৩০) ও গোপালগঞ্জ সদর এলাকার এসএম ফেরদাউস (৩৭)। ২ নভেম্বর ঢাকার গাজিপুর থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (৩ নভেম্বর) খুলনা র্যাব-৬’র কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব-৬’র অধিনায়ক লেফ. কর্নেল মো. মোস্তাক আহমেদ।
জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা হত্যাকাণ্ডের বিষয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। তারা কুয়াকাটায় বেড়াতে গিয়ে গোপালগঞ্জে আসার জন্য নতুন মডেলের ব্যয়বহুল প্রাইভেট কার ভাড়া করে। পথিমধ্যে গাড়ি চালককে কৌশলে চেতনানাশক ইনজেকশন দিয়ে চেতনাহীন করে। পরে তার মুখে হাতে-পায়ে কসটেপ পেচিয়ে মৃত্যু নিশ্চিত করে গোপালগঞ্জে মুকসুদপুরে লাশ ফেলে ওই গাড়ি নিয়ে পালিয়ে যায়। গত ১৬ অক্টোবর এ হত্যার ঘটনা ঘটে।
র্যাব-৬’র অধিনায়ক লেফ. কর্নেল মো. মোস্তাক আহমেদ বলেন, গ্রেফতারকৃতরা চালককে হত্যার পর লাশটি ফেলে দিয়ে গাড়ি নিয়ে গাজীপুরের উদ্দেশ্যে পালিয়ে যায়। তথ্য প্রযুক্তির মাধ্যমে ব্যাপক অনুসন্ধানের পর তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন