নাটোরে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে বিনামূল্যে সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯ টায় প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রে এসব উপকরণ হস্তান্তর করেন জেলা প্রশাসক শামীম আহমেদ।
সহায়ক বিতরণ কর্মসূচিতে জেলা প্রশাসক বলেন, প্রতিবন্ধী ব্যক্তিরা এখন মানসিক প্রশান্তি নিয়ে জীবন যাপন করেন। কারণ, বর্তমান প্রতিবন্ধীবান্ধব সরকার প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য শিক্ষা, চিকিৎসা এবং কর্মসংস্থান সুবিধা নিশ্চিত করেছে। তারা দেশের উন্নয়নের মূল ধারায় সম্পৃক্ত।
জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা ভক্ত প্রসাদ দাস জানান, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন জেলার জন্য ৩৯টি হুইল চেয়ার এবং ১০টি হেয়ারিং এইড বরাদ্দ দিয়েছে। সকল উপজেলা পর্যায়ে এসব উপকরণ বিতরণ করা হবে।
অনুষ্ঠানে প্রতিবন্ধী ব্যক্তি ও তাদের অভিভাবকবৃন্দ ছাড়াও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের ফিজিওথেরাপি কনসালটেন্ট ডা. নাসরিন সুলতানা উপস্থিত ছিলেন।
বিডিপ্রতিদিন/কবিরুল