বগুড়ার শেরপুরে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে মো. মঞ্জু মিয়া (২৮) নামে এক স্যানিটারি মিস্ত্রীর মৃত্যু হয়েছে। সোমবার বেলা ১০ টার দিকে শেরপুর পৌর শহরের নয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। মঞ্জু মিয়া উপজেলার গাড়ীদহ ইউনিয়নের বাংড়া গ্রামের চাঁন মিয়ার ছেলে।
শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম শফিক জানান, নয়াপাড়া এলাকার ওই ভবনটির মালিক মোজাহিদুল ইসলাম ঢাকায় থাকেন। তার ভগ্নিপতি আব্দুল মালেক ভবন নির্মাণের কাজ দেখাশোনা করেন। সোমবার সকালে দুইজন স্যানিটারি মিস্ত্রী নির্মাণাধীন ভবনে কাজ করতে যান। তিন তলার ছাদে গিয়ে পাইপ লাইনের কাজ করছিলেন তারা। মিস্ত্রী মঞ্জু মিয়ার হাতে থাকা একটি কাঁচা বাঁশের লাঠি অসাবধানতাবশত ভবনের পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের তারে লাগে। এতে বিদ্যুতায়িত হয়ে ভবনের ছাদ থেকে মাটিতে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল ও কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
এসআই শফিকুল ইসলাম আরও জানান, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।
বিডিপ্রতিদিন/কবিরুল