বরগুনার ২৫০ শয্যার ভবন উদ্বোধনের ৪ বছর অতিক্রম হলেও এই ভবনে সেবা কার্যক্রম শুরু হয়নি। চিকিৎসকসহ ২৫০ শয্যার হাসপাতালের জনবল নিয়োগ না করায় সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে। ২০ জন পরিচ্ছন্ন কর্মীর স্থানে মাত্র একজন কাজ করছে।
অবিলম্বে এই নতুন আসবাবপত্র বরাদ্দসহ ভবনে চিকিৎসা সেবা শুরু, চিকিৎসক ও জনবল নিয়োগ, ২৫০ জন আবাসিক রোগীর খাবার বরাদ্দ, ২৫০ শয্যার হাসপাতালের জন্য নির্ধারিত পরিচ্ছন্ন কর্মী নিয়োগসহ ৭ দফা দাবিতে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন ও সমাবেশ করেছে জেলা স্বাস্থ্য সেবা অধিকার ফোরাম। মানববন্ধন ও সমাবেশে সভাপতিত্ব করেন স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি হাসানুর রহমান ঝন্টু।
বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সুখ রঞ্জন শীল, স্বনাকের সভাপতি মনির কামাল, প্রবীণ হিতৈশি সমিতির সাধারণ সম্পাদক আ. রব ফকির, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল হাফিজ, ছিন্নমূল সমিতির সভাপতি আবুল হাসেম, স্বেচ্ছায় রক্তদানকারী প্রতিষ্ঠান উৎসর্গের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, ডিউক ইবনে আমিন ও স্বাস্থ্যসেবা যুব ফোরামের মহিউদ্দিন অপু প্রমুখ। সমাবেশ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী ও মহাপরিচালক স্বাস্থ্য অধিদপ্তর বরাবরে স্মারকলিপি পেশ করা হয়।
বিডি প্রতিদিন/এমআই