নারী জনপ্রতিনিধিদের অংশগ্রহণে স্থানীয় সরকার প্রতিষ্ঠানে নারীর অংশগ্রহণ, বর্তমান প্রেক্ষাপট ও ভবিষ্যৎ করণীয় বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কার্যকর ও জবাবদিহিতামূলক স্থানীয় সরকার (ইএএলজি) প্রকল্পের সহযোগিতায় স্থানীয় সার্কিট হাউজ মিলনায়তনে নেত্রকোনা জেলা প্রশাসন এই সম্মেলনের আয়োজন করে।
সোমবার দিনব্যাপী সম্মেলনে জেলার সংরক্ষিত আসনের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের ১০১ জন নারী অংশ নিয়েছেন। এতে স্থানীয় সরকারের উপ-পরিচালক (ডিডিএলজি) জিয়া আহমেদ সুমনের সভাপতিত্বে ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর আব্দুর রাজ্জাক কৌশল ও ধারণাপত্র উপস্থাপন করেন। এতে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন প্রেসক্লাব সম্পাদক এম মুখলেছুর রহমান খান, জেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সম্পাদক সাংবাদিক আলপনা বেগম, নেত্রকোনা সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান তুহিন আক্তারসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সংরক্ষিত সদস্যরা।
এসময় বক্তারা বলেন, সংরক্ষিত আসনের সদস্যরা জনপ্রতিনিধি হতেও বেগ পোহাতে হয়। অন্যদের তিনটি এলাকা মিলে তাদের একটি এলাকা ধরা হয়। এর মধ্যে সমান সুযোগ পান না। যে কারণে জবাবদিহিতা বেশি থাকে। এছাড়াও বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ইউপি চেয়ারম্যান বা মেম্বাররা অনেক রেজ্যুলেশনে শুধুমাত্র স্বাক্ষর করতেই ডাকেন। ফলে তাদের যে কারণে জনপ্রতিনিধি হওয়া, সেটি যথাযথ কার্যকর হচ্ছে না।
সম্মেলনে স্থানীয় সরকারের কর্মকর্তারা জানান, সভায় উপস্থিত ব্যতীত কোনো রেজ্যুলেশনে স্বাক্ষর করা যাবে না। পাশাপাশি স্ট্যান্ডিং কমিটির সভাপতি পদে থাকা নারীরা তারা নিজেদের অধিকার প্রতিষ্ঠাকরণের উপর জোর দেন।
বিডি প্রতিদিন/এমআই