২০২২-২০২৩ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচির আওতায় কুষ্টিয়ার কুমারখালীতে তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৪১৪০ জন প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের মাঝে বীজ ও সার বিনামূল্যে বিতরণ করা হয়েছে। প্রত্যেককে এক কেজি করে সরিষা বীজ এবং ১০ কেজি করে ডিওপি ও এমওপি রাসায়নিক সার দেওয়া হয়।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে কৃষকদের মাঝে এই বীজ ও সার বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমারখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান খান।
উপজেলা কৃষি কর্মকর্তা দেবাশীষ কুমার দাসের সভাপতিত্বে এ সময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মেরিনা আক্তার মিনা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আলী, উপজেলা কৃষি উদ্ভিদ সংরক্ষণের উপ-সহকারী কর্মকর্তা স্বপন সিংহসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা দেবাশীষ কুমার দাস বলেন, গত অর্থ বছরে উপজেলায় এক হাজার ৪৮৫ হেক্টর জমিতে প্রায় ২১৭ মেট্রিক টন সরিষা উৎপাদন হয়েছিল। তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে চলতি অর্থ বছরে ৪১৪০ জন সরিষা চাষিকে প্রণোদনা প্রদান করা হয়েছে। আবাদের লক্ষ্যমাত্রা রয়েছে প্রায় এক হাজার ৭৮৪ হেক্টর জমি।
বিডি প্রতিদিন/এমআই