হবিগঞ্জের লাখাইয়ে চুরির মামলায় ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ফজর আলীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলার উপজেলার মানপুর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সে ওই গ্রামের মৃত কদর আলীর পুত্র। বিষয়টি নিশ্চিত করেন লাখাই থানার (ওসি) মোঃ নুনু মিয়া।
তিনি বলেন, গ্রেফতারকৃত আসামী ফজর আলী চুরির মামলায় ১ বছরের সাজাপ্রাপ্ত আসামী। সে দীর্ঘদিন যাবত আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাকি দিয়ে পলাতক ছিল। সাজা পরোয়ানা ছাড়াও তার বিরুদ্ধে ডাকাতি মামলারও ওয়ারেন্ট রয়েছে। গ্রেফতারের পর ফজর আলীকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
বিডি প্রতিদিন/এএ