রাঙামাটির ক্রীড়াবিদদের মাঝে করোনাকালীন চেক বিতরণ করেছে সংসদ সদস্য (এমপি) দীপংকর তালুকদার। মঙ্গলবার সকাল ১০টায় রাঙামাটি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের অনুদানের এ চেক বিতরণ করা হয়।
রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে এতে রাঙামাটি অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কামাল উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহমেদ ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. শফিউল আজম উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জেলা ও উপজেলা মিলে মোট ৮০ জন ক্রীড়াবিদ ও ক্রীড়াসেবীকে ৫ হাজার টাকা করে মোট ৪ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/এমআই