শেরপুরের নালিতাবাড়ীর উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের ভারত সীমান্তঘেঁষা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর খলচান্দা কোচ আদিবাসী পল্লী যাওয়ার রাস্তা বেহালের কারণে দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। দুর্ভোগ লাগবে সামনের বর্ষা মৌসুমের আগেই ওই রাস্তা পাকাকরণের দাবি জানিয়েছেন গ্রামবাসী।
সূত্রে জানা গেছে, উপজেলার বারমারী খ্রিস্টান মিশন মোড় থেকে প্রায় দুই কিলোমিটার উত্তরে আন্ধারুপাড়া মৌজার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী অধ্যুষিত ভারত-বাংলাদেশ সীমান্তে পাহাড়ি গোপে খলচান্দা গ্রামে ৫০টি পরিবারের ৩ শতাধিক মানুষ বসবাস করে আসছেন। সদ্যনির্মিত আশ্রায়ন কেন্দ্রের ৩৫ পরিবারের প্রায় ২ শতাধিক ও আন্ধারুপাড়া গ্রামের ৪০ পরিবারের ৩ শতাধিক মানুষ চলাচল করে। ওই এলাকায় এই রাস্তা দিয়ে গ্রামের মানুষ তাদের উৎপাদিত ফসল নিয়ে ও নিত্যপণ্যের বাজার করতে পাশের বারমারী বাজারে যাতায়াত করেন। এছাড়া কোচপল্লীর শিক্ষার্থীরা লেখাপড়া করার জন্য স্কুলে যায়। পাহাড়ি ওই কাঁচা সড়কে শুকনো মৌসুমে বালু ও বর্ষা মৌসুমে কাদাপানি জমে থাকে। এতে যাতায়াতে কষ্ট পোহাতে হয় তাদের। কোচপল্লী যাওয়ার প্রায় দুই কিলোমিটার সড়কের কিছু অংশ পাকা করার জন্য ইটের খোয়া ফেলে রাখা হয়েছে দীর্ঘদিন যাবত। কার্পেটিং না করায় সেই খোয়া এখন ওঠে গিয়ে খানাখন্দের সৃষ্টি হচ্ছে। বাকি অংশ পাকা না করা হলে সামনের বর্ষা মৌসুমে চলাচলে দুর্ভোগ আরো বাড়বে বলে স্থানীয়রা জানান।
খলচান্দা গ্রামের শ্রী রমেশ কোচ (৬০) বলেন, খলচান্দা আন্ধারুপাড়া থেকে চলাচলের একমাত্র রাস্তা দিয়ে পাশের চেল্লাখালী নদী থেকে উত্তোলিত অধিক ওজনের বালুবাহী ট্রাক চলাচল করায় গর্তের সৃষ্টি হয়। এতে শুকনো মৌসুমে বালু ও বর্ষা মৌসুমে সৃষ্ট গর্তে পানি জমে থাকায় পায়ে হেটে যাওয়া ছাড়া কোন উপায় থাকে না। তারা জানান এই গ্রামের কেউ অসুস্থ্য হয়ে পড়লে বেহাল রাস্তার কারণে দ্রুত হাসপাতাল কিংবা ডাক্তারের কাছে নিয়ে যাওয়া যায় না। তাই ওই দুই কিলোমিটার রাস্তা দ্রুত পাকাকরণের দাবি জানান তারা।
পোড়াগাঁও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা মো. জামাল উদ্দিন বলেন, আন্ধারুপাড়ার খলচান্দা কোচপাড়া গ্রামের জনগুরুত্বপূর্ণ রাস্তাটি পাকাকরণের জন্য গ্রামবাসীর দীর্ঘদিনের দাবি। তাই উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দ্রুত বাস্তবায়নের জোড়দাবি জানাই।
নালিতাবাড়ী উপজেলা প্রকৌশলী রাকিবুল হাসান রাকিব বলেন, খলচান্দা কোচপল্লী যাওয়ার রাস্তাটি পাকা করার জন্য সংশ্লিষ্ট দপ্তরে প্রস্তাবনা পাঠানো হয়েছে। অনুমোদন হলেই দ্রুত কাজ করা হবে।
বিডি প্রতিদিন/হিমেল