যশোরের চৌগাছা উপজেলার মাসিলা সীমান্ত থেকে এক কেজি দুইশ’ গ্রাম ওজনের ৬টি স্বর্ণের বারসহ একজনকে আটক করেছে বিজিবি। উদ্ধার হওয়া স্বর্ণের মূল্য ৯৬ লাখ টাকা।
যশোরের ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী জানান, মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে চৌগাছার মাসিলা সীমান্তের ১০০ গজের মধ্যে কৃষক বেশ ধরে এক ব্যক্তি ঘাস কাটছিলেন। বিজিবির টহল দলের সন্দেহ হলে তারা ওই কৃষককে চ্যালেঞ্জ করেন এবং তার দেহ তল্লাশী করে বড় আকারের একটি ও ছোট আকারের ৫টি স্বর্ণের বার পাওয়া যায়। পরে ওই ব্যক্তিকে আটক করা হয়। তার নাম আতিয়ার রহমান। তিনি চৌগাছা উপজেলার গদাধরপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। উদ্ধার হওয়া এসব স্বর্ণ ভারতে পাচারের চেষ্টা করা হচ্ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিজিবিকে জানিয়েছেন আতিয়ার রহমান।
বিডি প্রতিদিন/হিমেল