রাঙামাটির কাপ্তাইয়ে যুবলীগের সদস্য মো. হাবিবুর রহমানের উপর সশস্ত্র সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগ। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় সংগঠনটির উদ্যোগে কাপ্তাই উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার উপজেলা চত্বরে সমাবেশে মিলিত হয়। মিছিলে কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।
কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুই ছাইন চৌধুরীর সভাপতিত্বে এতে রাঙামাটি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মফিজুল হক, শ্রম বিষয়ক সম্পাদক মো. হানিফ, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি থোয়াইচিং মং মারমা, সহ সভাপতি আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী, কাপ্তাই উপজেলা ছাত্রলীগ সভাপতি রফিকুল ইসলাম সুমন ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দীন ফরহাদ উপস্থিত ছিলেন।
অবিলম্বে রাঙামাটির কাপ্তাইয়ে যুবলীগের সদস্য মো. হাবিবুর রহমানের উপর যেসব সশস্ত্র সন্ত্রাসীরা হামলা করেছে, তাদের দ্রুত বিচারের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান নেতাকর্মীরা। পরে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহানের হাতে একটি স্মারকলিপি প্রদান করা হয়।
উল্লেখ্য, সোমবার সন্ধ্যা ৬টায় রাঙামাটির কাপ্তাই উপজেলার ৩ নম্বর চিৎমরম ইউনিয়নের রেস্ট হাউজের সামনে থেকে অস্ত্রের মুখে সশস্ত্র সন্ত্রাসীরা যুবলীগ সদস্য হাবিবুর রহমানকে তুলে নিয়ে যায়। নির্যাতনের পর আহত অবস্থায় উপজেলার আমতলী সড়কে ফেলে চলে যায়। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে পুলিশ। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
বিডি প্রতিদিন/এমআই