ময়মনসিংহের ফুলপুরে বিট ভিত্তিক নিয়মিত ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় উপজেলার বালিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে ৯নং বিটে ওই ডে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন, বিট অফিসার এসআই শাহাদাৎ হোসেন, সহকারী বিট অফিসার এএসআই রফিকুল ইসলাম, বালিয়া ইউপি চেয়ারম্যান দেলোয়ার মোজাহিদ সরকার, সাবেক ইউপি চেয়ারম্যান আজহারুল মোজাহিদ সরকার, বালিয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আমিনুল ইসলাম মানিক, সাধারণ সম্পাদক দেলোয়ার মাস্টার, ওয়ার্ড মেম্বার তাওফিকুল ইসলাম, সাবেক মেম্বার শাহজাহান সিরাজ প্রমুখ।
বক্তব্যে বিট এলাকার সমস্যা দ্রুততম সময়ের মধ্যে সমাধানের আশ্বাস দেওয়া হয়। জুয়া, মেলা, নারী নির্যাতন, বাল্যবিবাহসহ সব ধরনের অপরাধ থেকে বিরত থাকতে এলাকাবাসীকে উৎসাহিত করা হয়। যে কোন জরুরি প্রয়োজনে ৯৯৯ -এ মোবাইল করে পুলিশের সহায়তা নিতে পরামর্শ দেন ওসি আব্দুল্লাহ আল মামুন।
বিডি প্রতিদিন/এএ