জয়পুরহাটে কিউট মহিলা হ্যান্ডবল লিগে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে জেলা মহিলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং মৌসুমী ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের (কিউট) পৃষ্ঠপোষকতায় জয়পুরহাট স্টেডিয়ামে খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে জেলা প্রশাসক শরিফুল ইসলাম।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফারজানা হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট,সাধারণ সম্পাদক জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক সুমন কুমার সাহা, মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাম্মীম আজিজ সাজ, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান অশোক কুমার ঠাকুর, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাসেল দেওয়ান মিলন উপস্থিত ছিলেন।
১৫ দিনব্যাপী এই টুর্নামেন্টে মেয়েদের ১২টি দল অংশগ্রহণ করে। ফাইনালে জয়পুরহাট বালিকা উচ্চ বিদ্যালয় দল ১১-৬ গোলে পুলিশ লাইন্স একাডেমি দলকে পরাজিত করে।
বিডি প্রতিদিন/এএ