বগুড়ায় নবগঠিত ছাত্রলীগের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করা হয়েছে। ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার সন্ধ্যায় নবগঠিত কমিটিতে পদবঞ্চিত ছাত্রলীগের একাংশ জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে একটি মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে সমাবেশ করেন তারা।
বগুড়া সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. ওবাইদুল্লাহ সরকার স্বপনের সভাপতিত্বে ও শহর ছাত্রলীগের সভাপতি সুজিত কুমার দাসের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সরকারি শাহ সুলতান কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রাব্বী স্বাধীন, গাবতলী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল গফুর বিপ্লব, ছাত্রলীগ নেতা সিদ্ধার্থ কুমার দাস, নূর মোহাম্মদ সাগর, রাকিব হাসান, মিনহাজুল ইসলাম সজল, আহসান হাবিব শুভ, মিল্লাত হোসেন, মাহমুদুল বারী রিয়্যাল, সাদিকুল ইসলাম শুভ প্রমুখ।
সমাবেশে তারা বলেন, বগুড়া জেলা ছাত্রলীগের কমিটিতে অযোগ্য, ব্যবসায়ী, বহিরাগত এবং যারা ছাত্রলীগ নেতা নয়, তাদের এই কমিটিতে রাখা হয়েছে। এই কমিটি বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। আমরা এমন অযোগ্য কমিটি মেনে নেবো না। তাই জেলা ছাত্রলীগের সাথে সম্পৃক্ত না থাকা ঘোষিত এই কমিটি বাতিলের দাবি জানাই।
উল্লেখ্য, গত ৭ নভেম্বর কেন্দ্রীয় ছাত্রলীগ বগুড়া জেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা দেয়। এ কমিটি ঘোষণা দেয়ার পর থেকে কমিটিতে পদপ্রাপ্ত ও পদবঞ্চিত ছাত্রলীগের একাংশ কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ শুরু করে। এখন পর্যন্ত তারা বিক্ষোভ সমাবেশ চালিয়ে যাচ্ছে। এ কমিটিকে তারা অযোগ্য দাবি করে নতুন সভাপতি ও সাধারণ সম্পাদককে অবাঞ্চিত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/এমআই