টাঙ্গাইলের সখীপুরে আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তানবীর হাসান তন্ময় (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ বুধবার সন্ধ্যা সাড়ে পাঁটার দিকে পৌর সভার তিন নম্বর ওয়ার্ড এলাকার আনোয়ার হোসেন তালুকদারের পাঁচতলা বিল্ডিংএর ছাদে এ ঘটনা ঘটেছে। তানবীর উপজেলার আড়াইপাড়া গ্রামের সোহেল রানার ছেলে এবং সখীপুর পিএম পাইলট মডেল সরকারি স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। এ ঘটনায় ওই পরিবার ও স্বজনের মধ্যে শোকের মাতম বইছে।
পারিবারিক সূত্রে জানা যায়, বাসার পাঁচতলা ছাদে বিশ্বকাপ ফুটবল খেলার প্রিয় দল আর্জেন্টিনার পতাকা টানাতে যায় তানবীর হাসান তন্ময়। কাচা বাঁশের মধ্যে পতাকা বেঁধে ছাদের রডের সাথে বাঁশ বাঁধতে গিয়ে বিল্ডিংএর পাশে থাকা ৩৩ হাজার ভোল্টেজের লাইনে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এ সময় ওই ভবনের এক মহিলা বিদ্যুৎস্পৃষ্টের ঘটনা বুঝতে পেরে তানবীরের মা’কে খবর দেয়।
পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন এসে তানবীরকে উদ্ধার করে সখীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। সখীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। তবে এ ঘটনায় এখনো কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।
বিডি-প্রতিদিন/শফিক