ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জ অংশে থ্রি হুইলার বন্ধে দিনভর অভিযান চালিয়েছে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ। এসময় ১৮টি যানবাহন আটক করে মামলা দেয়া হয়।
বুধবার (১৬ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত মহাসড়কের মাধবপুর, শায়েস্তাগঞ্জ ও বাহুবল অংশে এ অভিযান পরিচালনা করা হয়। এছাড়াও বেশকিছু যানবাহনকে মহাসড়কে আর না উঠতে সতর্ক করে দেয়া হয়।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম ভূঁইয়া বলেন, মহাসড়কের থ্রি হুইলার চলাচলের কোন বৈধতা নেই। উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মহাসড়কের দিনভর অভিযান চালানো হয়েছে। অভিযানকালে ১৮টি যানবাহন আটক করে মামলা দেয়া হয়েছে।
তিনি আরও বলেন, নিষিদ্ধ থ্রি হুইলার অটোরিকশা, ইজিবাইক ও ইঞ্জিনচালিত তিন চাকার যান মহাসড়কের উঠলেই ব্যবস্থা নেয়া হচ্ছে। দুর্ঘটনা প্রতিরোধে এই অভিযান অব্যাহত থাকবে।
প্রসঙ্গত, ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর থেকে বাহুবল উপজেলার বড়চর পর্যন্ত ৫৫ কিলোমিটার এলাকা শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার আওতাধীন। এসব এলাকায় থ্রি হুইলারসহ প্রতিনিয়ত চলাচল করে ছোট ছোট পরিবহন। যার ফলে প্রতিদিনই কোন না কোন স্থানে দুর্ঘটনা হচ্ছে। ঘটছে প্রাণহানি।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ