নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নকশার বাহিরে বাড়ি করার অভিযোগে দুইটি বাড়ির বর্ধিত অংশ ভেঙে দিয়েছে রাজউক কর্তৃপক্ষ। এছাড়া এক ভবনের মালিককে তিন লাখ জরিমানা করা হয়েছে।
বুধবার (১৬ নভেম্বর) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইয়াহ ইয়া খানের নেতৃত্বে নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জের সিআইখোলা এলাকার রনি সিটিতে এ অভিযান পরিচালনা করা হয়।
রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইয়াহ ইয়া খান বলেন, মোস্তফা ও ছাবিকুর নাহার নামে দুই ব্যক্তির বাড়ির বর্ধিত অংশ ভেঙে ফেলা হয় এবং সালমা নামে এক বাড়ির মালিককে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও বলেন, এরা রাজউকের অনুমতি দেওয়া নকশার বাহিরে কাজ করেছেন যা সম্পূর্ণ আইনত দন্ডনীয় অপরাধ। তাই আমরা তাদের বর্ধিত অংশ ভেঙে দিয়েছি। সেই সঙ্গে একজনকে অর্থদণ্ড প্রদান করেছি। যদি তারা ভবিষ্যতে আবার এই অপরাধ করেন তাহলে তাদের বিরুদ্ধে আরো কঠিন ব্যবস্থা নেওয়া হবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ