”সোনার অধিক দামী, দেশের এ জান, মালিকের এই দানে, বাঁচেরে পরাণ, কাটিয়া আনোরে ধান, আগোনে হবে নবান” এই প্রতিপাদ্য নিয়ে জয়পুরহাটে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হলো বাঙালির ঐতিহ্যবাহী নবান্ন উৎসব।
বুধবার বিকেলে শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দানে এই উৎসবের আয়োজন করে স্থানীয় তিনটি সাংস্কৃতিক সংগঠন। অনুষ্ঠানে নৃত্য, গান, গীতিনাট্য ও কবিতা আবৃত্তি করে জয়পুরহাট এ.কে.এম আব্দুল আজিজ সংগীত ভুবন, একুশে আবৃত্তি পরিষদ ও নবনাট্য সংঘের শিল্পীবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন নবনাট্য সংঘের সভাপতি রাজা চৌধুরী, সাধারণ সম্পাদক দিলিপ সেন একুশে আবৃত্তি পরিষদের সাধারণ সম্পাদক লালন হোসেন, এ.কে.এম আব্দুল আজিজ সংগীত ভুবনের সাধারণ সম্পাদক তামান্না ইয়াসমিন প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ