শেরপুরের নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার। সম্মেলনকে কেন্দ্র করে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উজ্জীবিত হয়ে উঠেছেন। নিজ বলয়ের গুরুত্বপূর্ণ পদ প্রত্যাশীদের পক্ষে ব্যানার ও ফেস্টুন দিয়ে ছেয়ে গেছে সারা শহর।
দলীয় সূত্রে জানা গেছে, ২০১৫ সালে ৩ এপ্রিল নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন হয়। ওই সম্মেলনে মুক্তিযোদ্ধা জিয়াউল হোসেনকে সভাপতি ও মো. ফজলুল হককে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছিল।
বর্তমানে গুরুত্বপূর্ণ এই পদ দুটিতে পদ প্রত্যাশীরা হলেন-সভাপতি পদে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোকছেদুর রহমান লেবু, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান মো. আবদুস সবুর, সহ-সভাপতি বিপ্লব দে বর্ম্মন, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মোশারফ হোসেন, জেলা আওয়ামী লীগের সদস্য সরকার গোলাম ফারুক, শহর আওয়ামী লীগের সভাপতি মো. হাবিবুর রহমান ডিপু, পিপি অ্যাডভোকেট গোলাম কিবরিয়া ভুলু ও রুপনারায়ন কুড়া ইউনিয়নের সভাপতি গোলাম মোস্তফা।
আর সাধারণ সম্পাদক পদে প্রত্যাশীরা হলেন-শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র মো. আবু বক্কর সিদ্দিক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ওয়াজ কুরুনী, সাংগঠনিক সম্পাদক মো. ফারুখ আহম্মেদ বকুল, আছমত আরা আছমা ও মো. আবদুল লতিফ।
উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা জিয়াউল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য ও স্থানীয় সাংসদ মতিয়া চৌধুরী। উদ্বোধন করবেন শেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় সংসদের হুইপ মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক।
বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষা মন্ত্রী ডা. দিপু মনি, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, সদস্য মারুফা আক্তার পপি ও রেমন্ড আরেং প্রমুখ।
সম্মেলনে প্রধান বক্তা থাকবেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পাল। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ফজলুল হক।
বিডি প্রতিদিন/এমআই