ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশের ছাগলনাইয়ার মুহুরীগঞ্জ এলাকায় রবিবার বিকেলে দুটি কাভারভ্যানের মুখোমুখি সংঘর্ষে গাড়ির চালক ও হেলপার আহত হন। পরে ঘটনাস্থল থেকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে হেলপার মারুফ (২৫) মারা যান। আহত গাড়ি চালক মামুন (২৫)। নিহত মারুফ লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার রাজাপুর গ্রামের মামুনের ছেলে। আহত চালক মামুন নোয়াখালী জেলার সেনবাগ থানার উত্তর শাহপুর গ্রামের মো. হারুনের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশের ছাগলনাইয়ার পেট্রোল পাম্পের সামনে ইউটার্ণে চট্টগ্রামমুখী লেইনে ফেনী হতে চট্টগ্রামগামী কাভারভ্যানের সাথে বিপরীত দিক থেকে আসা একটি পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে দুর্ঘটনার শিকার চালক ও হেলপার দুইজনকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। নেয়ার পথে হেলপার মারুফ মারা যান।
মুহুরীগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদ খাঁন চৌধুরী সড়ক দূর্ঘটনায় একজন নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেন। এ ঘটনায় দুর্ঘটনায় কবলিত যানবাহন দুটি পুলিশ জব্দ করেছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডি প্রতিদিন/এএ