রাজবাড়ীর বালিয়াকান্দিতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে রবীন্দ্রনাথ সন্যাসী (৭৫) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন।
আজ সোমবার সকালে উপজেলার জামালপুর ইউনিয়নের নলিয়াগ্রাম রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। রবীন্দ্রনাথ সন্যাসী জামালপুর ইউনিয়নের ডাঙ্গাহাতিমোহন গ্রামের অমূল্য চন্দ্র সন্যাসীর ছেলে।
স্থানীয়রা জানান, পরিবারের সাথে পারিবারিক বিষয় নিয়ে বেশ কিছুদিন দ্বন্দ্ব চলে আসছিলো রবীন্দ্রনাথের। সকালে রাগ করে বাড়ি থেকে বেন হন তিনি। সকালে রাজশাহী থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনটি নলিয়াগ্রাম রেলওয়ে স্টেশনে আসলে রবীন্দ্রনাথ সন্যাসী ট্রেনের নিচে ঝাঁপ দেয়। ঘটনাস্থলেই তিনি নিহত হন।
রাজবাড়ী রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো মিজানুর রহমান বলেন, ট্রেনে কাটা পড়ে রবীন্দ্রনাথ সন্যাসী নামে এক ব্যক্তি মারা গেছেন। পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল