খাগড়াছড়ির মাটিরাঙ্গার পৌরসভা এলাকায় আওয়ামী লীগ ও বিএনপি একই স্থানে সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।
উপজেলা প্রশাসন সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছেন। রবিবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তুলা দেব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই আদেশ জারি করা হয়।
আদেশে বলা হয়, মাটিরাঙ্গা পৌরসভার আশেপাশে এলাকায় সভা সমাবেশ মিছিলসহ ৪ জনের অধি চলাচল নিষিদ্ধ করা হয়েছে। মাটিরাঙ্গা থানার ওসি ১৪৪ ধারার বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/হিমেল