নারায়ণগঞ্জের ফতুল্লায় স্ত্রীকে হত্যা করে পালিয়ে গেছে স্বামী। এ ঘটনার পর থেকে নিহতের দ্বিতীয় স্বামী তার নয় বছরের শিশু সন্তানসহ পলাতক রয়েছে।
রবিবার ফতুল্লার কাশিপুর হাজিপাড়াস্থ স্কুল গলির নিজ বাড়ি ওই গৃহবধূর রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। ধারনা করা হচ্ছে, রাতের কোন এক সময়ে নিহতের দ্বিতীয় স্বামী মোক্তার হোসেন বাসায় প্রবেশ করে ছুরিকাঘাত করে রেখাকে হত্যা করে পালিয়ে যায়।
ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার এসআই আবু হানিফ জানায়, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। ময়নাতদন্ত শেষে নিহতের লাশ তার পরিবারের সদস্যদের নিকট বুঝিয়ে দেয়া হয়েছে। নিহতের মাথার পিছনে ও মুখে একাধিক আঘাতের চিন্থ রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছে বলে তিনি জানান।
বিডি প্রতিদিন/এএম