গাজীপুর সিটি কর্পোরেশনের মাস্টার প্ল্যান তৈরির লক্ষ্যে প্রতি ওয়ার্ডে সমস্যা চিহ্নিতকরণের কাজ চলছে। রবিবার ১৫নং ওয়ার্ড কাউন্সিলর অফিসে নাগরিকদের সঙ্গে এ ব্যাপারে এক সমীক্ষা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৫ নং ওয়ার্ড কাউন্সিলর মো: ফয়সাল আহমেদ সরকারের সভাপতিত্বে ওই সভায় ’প্রিপারশন অব আরবান ডেভেলপমেন্ট প্ল্যান ফর গাজীপুর সিটি কর্পোরেশন এরিয়া’ প্রকল্পের বিশেষজ্ঞ টিমের সদস্য ডুয়েট’এর প্রভাষক সওগাত খাঁন, গাজীপুর সিটি কর্পোরেশনের কনসালটেন্ট (আরবান প্ল্যানিং) শিমুল সরকার, জুনিয়র নগর পরিকল্পনাবিদ মাহবুব আলম রাফিদসহ ওয়ার্ডের বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অংশগ্রহণ করেন। এতে উন্নত নগর গঠনে বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা করা হয় এবং এ সংক্রান্ত স্লাইড প্রদর্শন করেন প্রভাষক সওগাত খাঁন।
বিডি প্রতিদিন/এএম