ফরিদপুরের সালথায় মোটরসাইকেল ও নসিমনের সাথে সংঘর্ষে জিহাদ মোল্যা (২০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে বন্যা আক্তার (১৪) ও সোহেল শেখ (১৬) নামের দুইজন। ঘটনাটি ঘটেছে বুধবার বেলা দেড়টার দিকে ফরিদপুর-সালথা সড়কের কসবাগট্রি এলাকায়। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানাগেছে, ফরিদপুর থেকে আসা দ্রুতগতির একটি মোটরসাইকেল বিপরীত দিক থেকে আসা নসিমনের সাথে সংঘর্ষ হয়। এতে তিনজন গুরুতর আহত হয়। হাসপাতালে নেবার পথে মারা যায় মোটর সাইকেলের চালক। তার বাড়ি সদর উপজেলার ঘোড়াদহ গ্রামে। দুর্ঘটনায় নসিমনে থাকা সোহেল শেখ ও বন্যা আক্তার মারাত্বক ভাবে আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। দুর্ঘটনার পর নসিমন চালক পালিয়ে যায়।
সালথা থানার ওসি শেখ সাদিক জানান, দুর্ঘটনায় তিনজন আহত হয়। এদের মধ্যে মোটরসাইকেল চালক নিহত হয়েছে। আহত দুই কিশোর-কিশোরীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএম