রংপুর জেলা বিএনপির নেতা কর্মীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদি হয়ে ২ শতাধিক জনকে আসামি করে মামলা করেছে। মঙ্গলবার রাতেই এই মামলাটি করেন মেট্রোপলিটন কোতয়ালি থানার এসআই রফিকুল ইসলাম।
জানা গেছে, মঙ্গলবার বিকেলে ছাত্রদল নেতা নয়ন মিয়া হত্যার প্রতিবাদে জেলা বিএনপি একটি মিছিল বের করে নগরীর শাপলা চত্বর প্রদক্ষিণ করে জাহাজ কোম্পানী অভিমুখে যেতে চাইলে গ্র্যান্ড হোটেল মোড়ে বিএনপি অফিসের সামনে পুলিশের সাখে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। এতে ৩ পুলিশসহ ২৫ জন আহত হন।
এ ঘটনায় পুলিশের এস আই রফিকুল ইসলাম বাদি হয়ে জেলা বিএনপি আহবায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিছুর রহমান লাকু,জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজুসহ দুই শতাধিক অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা করেছেন।
মেট্রোপলিটন কোতয়ালি থানার ওসি (তদন্ত) হোসেন আলী মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে জানান,পুলিশের কাজে বাধা দেয়া ও ভাংচুরের ঘটনায় মামলা করা হয়েছে। পুলিশ আসামিদের গ্রেফতারে চেষ্টা করছে।
বিডি প্রতিদিন/এএ