অ্যান্টিবায়োটিক ব্যবহারে সচেতন হই, সকলে মিলে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স প্রতিরোধ করি এই প্রতিপাদ্যকে সামনে রেখে পালিত হয়েছে এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ।
এ উপলক্ষে বুধবার সকালে ঔষধ প্রশাসন অধিদপ্তর জেলা কার্যালয়ের আয়োজনে শহরের শহীদ ডাঃ আবুল কাশেম ময়দানে থেকে একটি র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে ক্যাফে অরেঞ্জ নামে একটি চাইনিজ রেস্টুরেন্টের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মাহফুজুর রহমান, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তুলশী চন্দ্র রায়,জয়পুরহাট জেলা ঔষধ তত্ত¡াবধায়ক (ড্রাগ সুপার) মোকসেদুল আমিন, বাংলাদেশ কেমিষ্টস এন্ড ড্রাগিষ্টস সমিতির জয়পুরহাট জেলা শাখার খলিলুর রহমান, সিনিয়র সহসভাপতি আবু হেনা মোস্তফা কামাল বাবু, সদর উপজেলা শাখার সভাপতি রানা সওদাগর, সহ সভাপতি আসাদুজ্জামান রোজ প্রমুখ।
আলোচনা সভায় চিকিৎসক, ফার্মেসি মালিক, সাংবাদিক, স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ