গাজীপুরের রাজেন্দ্রপুরে একটি মুদি দোকান থেকে সরকারি ৫০ বস্তা চাল উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার জয়দেবপুর থানার ওসি মাহতাব উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, গাজীপুর সদর উপজেলার রাজেন্দ্রপুরে একটি মুদি দোকানে খাদ্য অধিদফতরের সরকারি চাল অবৈধ বিক্রয়ের জন্য মজুদ রাখা আছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ওই দোকানে অভিযান চালানো হয়। এসময় ওই মুদি দোকান থেকে ৫০ বস্তা চাল উদ্ধার করা হয়। প্রতিটি বস্তায় ৩০ কেজি চাল ছিল। অভিযানকালে ব্যবসায়ী কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
জয়দেবপুর থানার ওসি মাহাতাব উদ্দিন, অভিযান চালিয়ে ৫০ বস্তায় দেড় হাজার কেজি চাল উদ্ধার করা হয়েছে। এসব সরকারি চাল দোকানে বিক্রি ও মজুদ রাখার কোনো নিয়ম নেই। এ ঘটনায় একটি মামলা করা হয়েছে। পুলিশ ঘটনায় জড়িত আসামীদের গ্রেফতারে তৎপর রয়েছে।
বিডি প্রতিদিন/এএ