১০ ডিসেম্বর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে উত্তরবঙ্গের প্রবেশদ্বার ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধুসেতু মহাসড়কে টাঙ্গাইলের এলেঙ্গায় যাত্রীবাহী বাসে তল্লাশি ও বাসের কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা করছে পুলিশ। যদিও এটিকে পুলিশের নিয়মিত কার্যক্রম বলে জানিয়েছে ট্রাফিক বিভাগ।
এদিকে, গুজব উড়িয়ে বঙ্গবন্ধু সেতুতে স্বাভাবিকভাবেই যানবাহন চলাচল করছে। সেতুতে কোন প্রকার সংস্কার কাজও হচ্ছে না। অথচ বুধবার রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়ানো হচ্ছে বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকাল ৬টা থেকে আগামী ১০ ডিসেম্বর সকাল ৬টা পর্যন্ত সংস্কার কাজের জন্য বঙ্গবন্ধু সেতুতে যানবাহন চলাচল বন্ধ থাকবে। বিভিন্ন গ্রুপে শেয়ার হওয়ায় ফেসবুক ব্যবহারকারীরাও নিজেদের আইডিতে সেটি পোস্ট করছেন। সেতু কর্তৃপক্ষ বলছে-সেতুতে কোন ধরনের সংস্কার কাজ হচ্ছে না। স্বাভাবিকভাবেই যানবাহন চলাচল করছে।
শুক্রবার সকালে মহাসড়কে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গায় গিয়ে দেখা যায়, উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস থামিয়ে যাত্রীদের জিজ্ঞাসাবাদ ও বাসের প্রয়োজনীয় কাগজপত্র পরিক্ষী-নিরীক্ষা করছে। যদিও এ মহাসড়কে অন্যান্য দিনের তুলনায় যাত্রীবাহী বাসের সংখ্যা অনেক কম বলে জানিয়েছেন যাত্রী ও চালকরা। এতে যাত্রীদের দুর্ভোগের শিকার হতে হচ্ছে। তবে বাস ছাড়াও পণ্যবাহী ট্রাকসহ অন্যান্য যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
এ ব্যাপারে জেলার ট্রাফিক ইন্সপেক্টর (উত্তর) রফিকুল ইসলাম সরকার জানান, এটি আমাদের নিয়মিত কার্যক্রম চলছে। সকাল থেকে দুপুর পর্যন্ত যানবাহনের বৈধ কাগজপত্র না থাকায় প্রায় ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার প্রায় একলাখ টাকা জরিমানা আদায় করা হয়।
এদিকে, এলেঙ্গায় শুক্রবার বিকেলে বিএনপির নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপের প্রতিবাদে কালিহাতি উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এলেঙ্গা বাসস্ট্যান্ডে প্রতিবাদ সমাবেশ করা হয়।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বঙ্গবন্ধু সেতু সাইট অফিসে নির্বাহী প্রকৌশলী আহসান মাসুদ বাপ্পী জানান, বঙ্গবন্ধু সেতুতে কোন সংস্কার কাজ হচ্ছে না। এছাড়া সেতুতে যথারীতি গাড়ি চলাচল করছে। বন্ধ থাকার কোন কারণ নেই। সেতুতে যানবাহন চলাচল বন্ধ নিয়ে ফেসবুকে এ ধরণের প্রচারণা তাদের দৃষ্টিগোচর হয়নি। এটা গুজব ছড়ানোর জন্য ফেসবুকে প্রচারণা করা হয়ে থাকতে পারে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি সফিকুল ইসলাম জানান, বঙ্গবন্ধু সেতু দিয়ে স্বাভাবিকভাবেই যানবাহন চলাচল করছে। বন্ধ থাকার কোন কারণ নেই। ফেসবুকে গুজবের পোস্টটি তাদের নজরে আসেনি।
টাঙ্গাইলের অতিরিক্তি পুলিশ সুপার (অপরাধ) শরফুদ্দীন জানান, আগামী ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে মহাসড়ক ও ঢাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত