টাঙ্গাইলের নাগরপুরে হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলা প্রশাসন দিবসটি উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করেন। উপজেলা চত্বর থেকে একটি র্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।
উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান এর সভাপতিত্বে ও সহকারি শিক্ষা অফিসার জিএম ফুয়াদ এর পরিচলনায়, বিশেষ অতিথির বক্তৃতা করেন, সহকারী কমিশনার (ভূমি) মো ইকবাল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর, মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা, নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজ্জাদ হোসেন, বীর প্রতীক বীরমুক্তিযোদ্ধা ফজলুল হক, বীর প্রতীক বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন পাহাড়ী, যুদ্ধকালীন কোম্পানী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কাজী আশরাফ (হুমায়ুন বাঙ্গাল), বীর মুক্তিযোদ্ধা রিয়াজ উদ্দিন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা দেওয়ান আশরাফুল আলম, বীর মুক্তিযোদ্ধা মো. মোকাদ্দস আলী ও বীর মুক্তিযোদ্ধা মো. সুজায়েত হোসেনসহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধারা। দিবসটি উপলক্ষে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা প্রশাসন।
বিডি প্রতিদিন/এএ